"নাটক, সিরিজ বা ওয়েবফিল্ম নয়, থ্রিলারের সঙ্গে হরর যুক্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমা রহস্য-রোমাঞ্চের উপস্থিতি"
"নাটক, সিরিজ বা ওয়েবফিল্ম নয়, থ্রিলারের সঙ্গে হরর যুক্ত
স্বল্পদৈর্ঘ্য সিনেমা রহস্য-রোমাঞ্চের উপস্থিতি"
‘সাইকো থ্রিলার ঘরানার গল্প আমার বরাবরই ভালো লাগে।
মুখে হাসি, চোখে পানি ছলছল , ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা ২৮ সেকেন্ডের টিজারেও মিলল রহস্যের গন্ধ।
রাতে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কেউ একজন ইজি চেয়ারে বসে দুলছেন আর হাতের আঙুল নাড়ানোর চেষ্টা করছেন। টিজার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অশরীরী সেই রাতে কী হয়েছিল সবার সঙ্গে?’
এটা দেশের বাইরের একটা গল্প। সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রনাট্য তৈরি করা।
No comments: